তুরস্কে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে বন্দুক হামলা

তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালিয়েছে দুই বন্দুকধারী। তাদের প্রতিরোধে পুলিশ পাল্টা হামলা চালালে পালিয়ে যায় বন্দুকধারীরা।

বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।

কনস্যুলেটে হামলায় হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

সোমবার সকালেই ইস্তাম্বুলের একটি পুলিশ স্টেশনে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পাঁচ পুলিশ সদস্যসহ সাতজন আহত হন। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালাল দুর্বৃত্তরা।

তুরস্ক ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে এখন উত্তেজনা বিরাজ করছে। একই সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে তুরস্ক। ফলে কারা এসব হামলা চালাচ্ছে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।



মন্তব্য চালু নেই