তুষার ঝড়ের কশাঘাত ইউরোপে

পশ্চিম ইউরোপে তুষার ঝড়ে অনেক ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া গাছপালা উপড়ে পড়েছে এবং কয়েক জায়গার রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

ফ্রান্সের নরমান্ডি ও প্যারিসের উত্তর অঞ্চল দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ২ লাখ ৩৭ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপকূলীয় দায়িপ্পিতে ঘণ্টায় ১৪৬ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যায়।

ইগোন নামে পরিচিত এ ঝড় এরপর জার্মানির দক্ষিণ অঞ্চলের রাইনল্যান্ড, প্যালাটিনেট ও উত্তর ব্যাভারিয়ার আঘাত হানে। ঝড়ের ফলে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়।

ফ্রান্স ও জার্মানিতে আপৎকালীন দল রাত্রিকালে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

ইউরোপে চলমান শৈত্যপ্রবাহে এ পর্যন্ত ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পোলান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, গ্রীস, তুরস্কসহ বেশ কিছু দেশে ভারী তুষারপাতের সঙ্গে তীব্র ঠাণ্ডা পড়েছে।



মন্তব্য চালু নেই