তৃতীয় দফায় নৌকা প্রতীক পেলেন যারা

তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এ দফায় ৬ শ ৮৫টি ইউপি নির্বাচনে ৬শ ৯টির একক প্রার্থিতা ঘোষণা করেছে ক্ষমতাসীন দলটি। বাকি ৭৪টি ইউনিয়নের প্রার্থীর ব্যাপারে অচিরেই সিদ্ধান্ত নেয়া হবে দলীয় সূত্রে জানা গেছে।

আওয়ার নিউজ বিডি’র পাঠকের জন্য ৬শ ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নাম প্রকাশ করা হলো। জেলাভিত্তিক নামের তালিকা হলো-

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বোমরাদহ ইউনিয়নে হিটলার হক, কোষারণীগঞ্জ ইউনিয়নে গৌতম চন্দ্র রায়, কনগাঁও ইউনিয়নে সহিদ হোসেন, সৈয়দপুর ইউনিয়নে একরামুল হক, পীরগঞ্জ ইউনিয়নে মোশাররফ আলী, হাজীপুরে জয়নাল আবেদীন, দৌলতপুরে সনাতন চন্দ্র রায়, সেনগাঁওয়ে মোস্তাফিজার রহমান, জাবরহাটে মোহাম্মদ হুমায়ুন কবির ও বৈরচুনায় নূরে আলম সিদ্দিকী। নীলফামারী সদর উপজেলার সোনরায়তে মান্নান শাহ মান্নু, সংগলশীতে কাজী মোস্তাফিজার রহমান, চড়াইখোলায় মাহফুজার রহমান শাহ, কচুকাটায় আনিছুর রহমান, রামনগরে মিজানুর রহমান। ডিমলা উপজেলার ডিমলা ইউনিয়নে আবুল কাসেম সরকার, বালাপাড়ায় জহুরুল ইসলাম ভুইয়া, পূর্ব ছাতনাইতে আবদুল করিম সরকার, পশ্চিম ছাতনাইতে আনোয়ারুল হক সরকার, ছানুগাছ চাপানীতে মোজাম্মেল হক, গয়াবাড়ীতে শরিফ ইবনে ফয়সাল মুন, টেপাখড়িবাড়িতে ময়নুল হক, খালিশাচাপানীতে আতাউর রহমান সরকার, নাউতারাতে সাইফুল ইসলাম ও খগাথড়িবাড়িতে জাহাঙ্গীর আলম মনোনয়ন পেয়েছেন।

লালমনিটরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে আহাদুল হোসেন চৌধুরী, মানাতিতে আনিছার রহমান, তুষভান্ডারে নুর ইসলাম আহমেদ, দলগ্রামে খ ম শফিকুল আলম, চন্দ্রপুরে মাহাবুবার রহমান, গোড়লে মাহামুদুল ইসলাম, চলাবলাতে মিজানুর রহমান মিজু, কাকিনায় শহিদুল হক, কুড়িগ্রাম জেলায় নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে আবদুর রহিম, নেওয়াশীতে মাহফুজার রহমান, সন্তোষপুরে লিয়াকত আলী, রামখানায় আবদুল আলিম সরকার, নারায়ণপুরে বেলাল হোসেন, নুনখাওয়ায় আমিনুল ইসলাম, রায়গঞ্জে আ স ম আবদুল্লাহ আল ওয়ালিদ, কেদারায় মাহবুবুর রহমান, বিতরবন্দে মিজানুর রহমান, হাসনাবাদে আওঙ্গজেব, বল্লভেরখাসে আতাউর রহমান, কচাকাটায় আবদুল বারী, বামনডাঙ্গায় মইনুল হক প্রধান, বেরুবাড়িতে সোলায়মান আলী মনোনয়ন পেয়েছেন।

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজীনগরে আবদুর রাজ্জাক, চন্দননগরে খালেকুজ্জামান, ভাবিচায় ওবায়দুল হক, নিয়ামতপুরে বজলুর রহমান, রসুলপুরে আবদুর রাজ্জাক, পারইলে সৈয়দ মুজিব, শ্রীমস্তপুরে আজহারুল ইসলাম, বাহাদুরপুরে আবুল কালাম আজাদ, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ি ইউনিয়নে মাসিদুল গনি, মহনপুরে খায়রুল ইসলাম, পাকড়িতে আবদুর রাকিব সরকার, রিশিকুলে শহীদুল ইসলাম, গোগ্রামে মজিবুর রহমান, মাটিকাটায় সাবিয়ার রহমান, দেওপাড়ায় আখতারুজ্জামান, বাসুদেবপুরে আবদুল আহাদ, চর আষাড়িয়াদাহতে মোঃ শহীদুল্লাহ, তানোর উপজেলার কলমাতে লুৎফুর হায়দার রশীদ, বাধাইড়ে আতাউর রহমান, পাঁচন্দরে আবদুল মতিন, সরজানাইতে আবদুল মালেক, তালন্দে আবুল কাশেম, কামারগাঁওয়ে মোসলেম আলী প্রামাণিক, চান্দুরিয়াতে মজিবুর রহমান, নাটোর জেলা সদরের ছাতনীতে তোফাজ্জেল হোসেন সরকার, তেবাড়িয়ায় ওমর আলী প্রধান, দিঘাপতিয়ায় খন্দকার ওমর শরীফ, লক্ষ্মীপুর খোলবাড়িয়ায় আবদুল বাতেন ভুঁইয়া, বড় হরিশপুরে ওসমান গণি ভুঁইয়া, কাফুরিয়ায় ইলিয়াস হোসেন ও হালসায় জহুরুল ইসলাম প্রমাণিক মনোনয়ন পেয়েছেন।

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় উপজেলার ডাউকীতে লুৎফুর রহমান, কালীদাসপুরে নুরুল ইসলাম, জামজামীতে নজরুল ইসলাম, জেহালায় হাসানুজ্জামান, খাসকররায় মোস্তাফিজুর রহমান, বেলগাছীতে আমিরুল ইসলাম, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুরে ওহিদুল ইসলাম, জামালে মোদাচ্ছের হোসেন, কোলাতে আইয়ুব হোসেন, নিয়ামতপুরে রাজু আহমেদ, শিমলা রোকনপুরে নাসির উদ্দিন, ত্রিলোচনপুরে নজরুল ইসলাম, রায়গ্রামে আলী হোসেন, মালিয়াটে আজিজুর রহমান খান, বারোবাজারে আবুল কালাম আজাদ, কাষ্টভাঙ্গায় আয়ুব হোসেন খান, রাখালগাছিতে মহিদুল ইসলাম মিন্টু, পাবনা জেলার চাটমোহর উপজেলার ডিবিগ্রামে নবীর উদ্দিন, মুলগ্রামে রাশেদুল ইসলাম, পার্শডাঙ্গায় আজাহার আলী, ফৈলজানায় হানিফ উদ্দিন, মথুরাপুরে সরদার মোঃ আজিজুল হক, মেহেরপুর জেলার সদরের আমঝুঁপিতে বোরহান উদ্দিন আহমেদ, বুড়িপোতায় শাহ জামান, কুতুবপুরে ইদ্রিস আলী, পিরোজপুরে আবদুস সামাদ বাবলু বিশ্বাস মনোনয়ন পেয়েছেন।

কুষ্টিয়া জেলার খোকসার উপজেলার শিমুলিয়ায় আবদুল মজিদ খান, শোমসপুরে বদরউদ্দিন খান, জয়ন্তীহাজরায় আবদুর রাজ্জাক, গোপগ্রামে আলমগীর হোসেন, আমবাড়িয়ায় আবদুস সাত্তার, বেতবাড়িয়ায় বাবুল আখতার, ওসমানপুরে আনিসুর রহমান, খোকসায় আইয়ুব আলী বিশ্বাস, জানিপুরে হবিবুর রহমান। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেলকুচিতে মির্জা সোলায়মান হোসেন, রাজাপুরে মোছাম্মত ছনিয়া সবুর, ভাঙ্গাবাড়িতে কাজী খন্দকার ফজলুল হক ভাষানী, দৌলতপুরে আশিকুর রহমান বিশ্বাস, ধুকুরিয়াবেড়ায় মাসুদ রানা, বড়ধুলে আছির উদ্দিন মোল্লা, কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে মোজাম্মেল হক, ঝাঐলে আলতাফ হোসেন ঠান্ডু, জামতৈলে আনোয়ার হোসেন শেখ, রায় দৌলতপুরে জয়নাল আবেদীন মন্ডল, চৌহালী উপজেলার সৌদিয়া চাঁদপুরে জাহাঙ্গীল আলম জাহিদ, স্থলে নজরুল ইসলাম, উমারপুরে আবদুল মতিন ম-ল, খাসকাউলিয়ায় গনি মোল্লা, বাঘিটিয়ায় আবদুল কাহহার সিদ্দিকী, তাড়াশ উপজেলায় তালমে আব্বাছ উজ-জামান, বারুহাসে মোক্তার হোসেন, সগুনায় টি এম আবদুল্লাহেল বাকী, মাগুড়া বিনোদে আতিকুল ইসলাম, নওগাঁয় মোফাজ্জল হোসেন, তাড়াশে বাবুল শেখ, মাধাইনগরে আবু হাসান মির্জা ও দেশীগ্রামে আবদুল কুদ্দুছ মনোনয়ন পেয়েছেন।

মেহেরপুর জেলা সদরের আমঝুপিতে বোরহান উদ্দিন আহমেদ, বুড়িপোতায় শাহ জামান, কুতুবপুরে ইদ্রিস আলী, পিরোজপুরে আবদুস সামাদ বাবুল বিশ্বাস, মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুরে আবদুল হালিম মোল্লা, অমলসারে সেবানন্দ বিশ্বাস, শ্রীকুলে এস এস মোতাসিম বিল্লাহ, শ্রীপুরে মসিয়ার হোসেন, দারিয়াপুরে জাকির হোসেন, কাদিরপাড়ায় লিয়াকত আলী বিশ্বাস, সব্দালপুরে নুরুল হোসেন মোল্লা, নাকোলে হুমাউনুর রশিদ মুহিত। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁওতে হাজী আমির হোসেন তালুকদার, বৌলতলিতে মালেক সিকদার, গাওদিয়ায় মিজানুর রহমান, হলদিয়ায় মোজাম্মেল হক, কলমায় আবদুল মোতালেব শেখ, কনকসারে আবুল কালাম আজাদ, খিদিরপাড়ায় আনোয়ার হোসেন, কুমারভোগে লুৎফুর রহমান তালুকদার, মেদিনীম-লে আশরাফ হোসেন, লৌহজং তেউটিয়ায় রফিকুল ইসলাম। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চরপুঠিমারী ইউনিয়নে সামছুজ্জামান। গাইবান্ধায় মাকছুদুর রহমান আনছারী, গোয়ালেরচরে শেখ মোহাম্মদ হারুনুর রশিদ, চরগোয়ালিনীতে মোঃ শহীদুল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

এছাড়া মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়ায় সাইদ হাসান সরওয়ার রহমান, বানিয়াজুড়িতে আনন্দ কর্মকার, বড়টিয়ায় বেলায়েত হোসেন, ঘিররে হামিদুর রহমান, নালীতে আবদুল কুদ্দুছ, পয়লায় হারুনুর রশিদ, সিংজুরিতে আবদুল আজিজ, শিবালয় উপজেলার আরুয়ায় আক্তারুজ্জামান খান, মহাদেবপুরে জালাল সরকার, শিমুলিয়ায় জহির উদ্দিন, শিবালয়ে মোবারক হোসেন, তেওতায় আবদুল করিম, উলাইলে আবদুল মজিদ, উথলীতে রুহুল আমিন, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সিংপুরে জহিরুল ইসলাম, দামপাড়ায় আবু তাহের, কারপাশাতে তাকি আনাম খান, নিকলীতে কারার বোরহান উদ্দিন, জারইতলায় আজমল হোসেন, গুরইয়ে তোতা মিয়া, ছাতিরচরে বদরুল আমিন চৌধুরী, নড়াইল জেলা সদরের মাইজপাড়ায় জিল্লুর রহমান, হাতখালিতে রিয়াজুল ইসলাম, চন্ডীবরপুরে আজিজুর রহমান ভুঁইয়া, আউড়িয়ায় পলাশ মোল্লা, শাহাবাদে খশরুল আলম, তুলারামপুরে বুলবুল আহমেদ, মুলিয়ায় রবীন্দ্রনাথ অধিকারী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতারায় আহাম্মদ আল ফরিদ, বানিয়াজানে রফিকুল ইসলাম তালুকদার, যদুনাথপুরে মীর ফিরোজ আহমেদ, পাইস্কাতে আরিফ বজলু, ধোপাখালীতে আকবর হোসেন, মুশুদ্দিতে খন্দকার মঞ্জুর মোর্শেদ, বলিভদ্রে রফিকুল ইসলাম তালুকদার, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমীতে শামসুল হক বাদল সরকার, গাজীপুরে নুরুল ইসলাম, গোসিংগাতে শাহজাহান সরকার, কাওরাইদে রাফিকুল ইসলাম মন্ডল, মাওনাতে জাহাঙ্গীর আলম, প্রহলাদপুরে নুরুল হক আকন্দ, রাজাবাড়িতে ফারুক হোসেন, তেলিহাটিতে বাতেন সরকার, রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলাতে আমজাদ হোসেন, উজানচরে গুলজার হোসেন মৃধা, বালিয়াকান্দী উপজেলার ইসলামপুরে আহম্মদ আলী, বহরপুরে রেজাউল করিম, নবাবপুরে আবুল হোসেন, নারুয়ায় জহুরুল ইসলাম, বালিয়াকান্দীতে নায়েব আলী শেখ, জংগরে নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও জামালপুরে একেএম ফরিদ হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার এনায়েতপুরে আসাদুজ্জামান, কুতুবপুরে শিকদার গোলাম রসুল, বক্তাবলীতে শওকত আলী, কাশিপুরে এম সাইফুল্লাহ বাদল, আলীরটেকে মতিউর রহমান, গোপনগরে জসীম উদ্দিন আহমেদ, রুপগঞ্জের কায়েতপাড়ায় রফিকুল ইসলাম, গোলাকান্দাইলে মনজুর হোসেন ভুঁইয়া, ভুলতায় আরিফুল হক ভুঁইয়া, ভোলাবে আবুল হোসেন খান, মুড়াপাড়ায় তোফায়েল আহমেদ আলমাছ, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারীতে মোঃ ইউনুচ সেক, চতুলে শরীফ সেলিমুজ্জামান, ঘোষপুরে ফারুক হোসেন, গুনবহায় আলমগীর হোসেন, ময়নায় আবু জাফর সিদ্দিকী, পরমেশ্বরদীতে নূরুল আলম মিনা, রূপাপাতে আজিজার রহমান, সাতৈরে মুহাম্মদ মুজিবুর রহমান, শেখরে আবুল কালাম আজাদ। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলায় আমজাদ হোসেন, উজানচরে গোলজার হোসেন মৃধা। বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরে আহমদ আলী, বহরপুরে রেজাউল করিম, নবাবপুরে আবুল হোসেন, নারুয়ায় জহুরুল ইসলাম, বালিয়াকান্দিতে মোঃ নায়েব আলী শেখ, জংগলে নৃপেন্দ্র নাথ বিশ্বাস, জামালপুরে এ কে এম ফরিদ হোসেন।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুরে মো. নুরুজ্জামান মৃধা, পারুলিয়ায় মকিমুল ইসলাম, মাসুদপুরে মাসুদ রানা, সাজাইলে কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানীতে মোঃ মশিউর রহমান খান, রাতইলে বিএম হারুন অর রশিদ পিনু, ফুকরায় ইমদাদুল হক মোল্লা, ওড়াকান্দিতে জহির রায়হান পলাশ, রাজপাটে তৌফিকুর রহমান, হাতিয়াড়ায় দেবদুলাল বিশ্বাস, সিংগায় প্রনব সরকার, বেথুড়ীতে ক্ষীরোদ রঞ্জন বিশ্বাস, পুঁইশুরে মোল্যা আলিউজ্জামান পান্নু, নিজামকান্দিতে মহব্বত হোসেন মোল্যা।

শরীয়তপুর জেলা সদরে তুলাসারে মো. আমিন উদ্দিন ফকির, রুদ্রকরে মোকতার হোসেন, আংগোরিয়ায় তাসলিমা বেগম, বিনোদপুরে আব্দুল হামিদ, চন্দ্রপুরে ওমর ফরুক মোল্লা, চিকলীতে মান্নান তালুকদার, শৌলপাড়ায় মাহবুবুর রাজ্জাক মাদবর, ডোমসারে মজিবুর রহমান খান, মাহমুদপুরে শাহ আলম, চিতলিয়ায় আব্দুস ছালাম হাওলাদার, পালংয়ে আবুল হোসেন দেওয়ান। গোসাইরহাট উপজেলার নাগেরপাড়ায় মোঃ মহসিন, নলমুড়িতে মাহফুজুল হক, গোসাইরহাটে মোঃ মুজাফফর হোসেন সরদার, কোদালপুরে সৈয়দ মনিরুজ্জামানি, সামন্তসারে আবুল কালাম বেপারী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুরে মো. মুর্শেদ আলী, নান্দাইলে আনোয়ারুল হক, চন্ডিপাড়ায় এমদাদুল হক ভূঞা, গাংগাইলে সৈয়দ আশরাফুল জামান, রাজগাতিতে মো. ইফতেখার মমতাজ, মুসল্লিতে মোঃ ইফতিকার উদ্দিন ভূইয়া, সিঙ্গাইলে মো. ছাইদুল ইসলাম, আগারগাঁওয়ে এ কে এম মোফাজ্জল হোসেন, শেরপুরে মোয়াজ্জেম হোসেন মিল্টন, জাহাঙ্গীরপুরে আবুল কালাম ম-ল।

ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জে আবু হানিফা, সোহাগীতে মো. হাবিবুর রহমান, সরিষায় মো. শাহজাহান ভূঞা, আঠারবাড়ীতে মোঃ আলমগীর, জাটিয়ায় হাবিবুর রহমান, মাইজবাগে ফরিদ মিয়া, মগটুলায় আবু সালেহ মোঃ কামরুজ্জামান, রাজিবপুরে মো. আব্দুর রাজ্জাক, উচাখিলায় মোঃ শফিকুল ইসলাম, তারুন্দিয়ায় মাহবুব আলম।

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়ায় মোতাহার হোসেন চৌধুরী, বড়তলী বানিয়াছারীতে মোঃ মুখলেছুর রহমান, তেতুলিয়ায় রফিকুল ইসলাম মুরাদ। কেন্দুয়া উপজেলার মোজাফরপুরে নুরুল আলম মো. জাহাঙ্গীর চৌধুরী, দলপায় মো. শাহীন মিয়া, সান্দিকোনায় মো. আজিজুল ইসলাম, বোয়াইলবাড়ীতে আবু বকর সিদ্দিক, শাইকুড়ায় ইসলাম উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

এছাড়া সিলেট জেলার কানাইঘট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্বে মো. আলমাছ উদ্দিন, লক্ষ্মীপ্রসাদ পশ্চিমে জেমস লিও ফারগুশন নানকা, দিঘীরপাড়ে মো. আলী হোসেন, সাতবাঁকে মুস্তাক আহমদ পলাশ, বড়চতুলে মুবশ্বির আলী, কানাইঘাটে হুসেইন আহমদ, দক্ষিণ রাণীগ্রামে মাসুদ আহমদ, কিঙ্গেবাড়ীতে মো. নুরুল হক, রাজাগঞ্জে জহিরুল ইসলাম। জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুরে মো. এখলাছুর রহমান, চারিকাটায় মো. আয়ুব আলী, ফতেহপুরে মো. রফিক আহমদ।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালে মো. আব্দুল আহবাব চৌধুরী, ভূকশিমইলে রফিকুল ইসলাম রেনু, জয়চন্ডীতে মো. আবদর রব মাহাবুব, ব্রাক্ষ্মণবাজারে মো. মমদুদ হোসেন, কাদিরপুরে সেলিম আহমদ, কুলাউড়ায় লুৎফুর রহমান চৌধুরী, রাতগাঁওয়ে মো. আকবর আলী।

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বানিয়াচং উত্তর পূর্বে মিজানুর রহমান খান, বানিয়াচং উত্তর পশ্চিমে মো. হায়দারুজ্জামান খান, বানিয়াচং দক্ষিণ পূর্বে মো. আরফান উদ্দিন, দৌলতপুরে মো. লুৎফুর রহমান, কাগাপাশায় মো. এরশাদ আলী, বড়ইউড়িতে হাবিবুর রহমান, খাগাউড়ায় শাহ শওকত আরেফীন, পুকড়ায় মো. আলাউদ্দিন তালুকদার, সুবিদপুরে মো. আবুল কাসেম চৌধুরী, মক্রমপুরে মো. আহাদ মিয়া, সুজাতপুরে মো. আব্দুল কুদ্দুস, মন্দরীতে শেখ শামছুল হক, মুরাদপুরে মো. রফিকুল ইসলাম, পৈলারকান্দিতে মো. ফজলুর রহমান খান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

কেন্দুয়া উপজেলার মোজাফরপুরে নুরুল আলম মো. জাহাঙ্গীর চৌধুরী, দলপায় মো. শাহীন মিয়া, সান্দিকোনায় মো. আজিজুল ইসলাম, বোয়াইলবাড়ীতে আবু বকর সিদ্দিক, শাইকুড়ায় মো. ইসলাম উদ্দিন।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ছিলমগঞ্জে মো. খোরশেদ আলম, নবীনগর পশ্চিরে মো. ফিরোজ মিয়া, শ্যামগ্রামে মো. শাহজাহান সিরাজ, রতনপুরে রুহুল আমিন, শিবপুরে মো. শাহীন সরকার। নাসিরনগর উপজেলার চাতলপাড়ে শেখ আব্দুল আহাদ, ভলাকুটে এসএম বাকি বিল্লাহ, গোয়ালনগরে মো. কিরণ মিয়া, নাসিরনগরে মো. আবুল হাসেম, বুড়িশ্বরে এটিএম মোজাম্মেল হক সরকার, ফান্দাউকে ফারুকুজ্জামান ফারুক, গুনিয়াউকে গোলাম ছামদানী, চাপরতলায় আব্দুল হামিদ, গোকর্ণে মো. হাসান খান, হরিপুরে দেওয়ান আতিকুর রহমান, ধরমন্ডলে মো. বাহার উদ্দিন চৌধুরী, পূর্বভাগে মো. জানু মিয়া।

কালিরবাজার ইউনিয়নে মো. সেকান্দর আলী, উত্তর দুর্গাপুরে মো. আবুল কালাম আজাদ, দক্ষিণ দুর্গাপুরে মো. আমিনুল হক, আমড়াতলীতে কাজী মোজাম্মেল হক, পাঁচথুবীতে মো. ইকলাব হোসেন, জগন্নাথপুরে মো. মামুনুর রশিদ। লাকসাম উপজেলার উত্তরদায় মো. হারুন অর রশিদ, আজগরায় মো. রুহুল আমিন, গোবিন্দপুরে নিমাজ উদ্দিন শামীম, লাকসামে আলী আহাম্মদ, কান্দিরপাড়ে মো. ওমর ফারুক।

বুড়িচং উপজেলার মোকামে মো. ফজলুল হক মুন্সি, রাজাপুরে মো. মোস্তফা, বাকশীমুলে মো. মোস্তফা, বুড়িচংয়ে মো. শাহ আলম, ঘোলনলে মোহাম্মদ সিরাজুল ইসলাম, পীরযাত্রাপুরে মো. জাকির হোসেন, ময়নামতিতে মো. লালন হায়দার। লক্ষ্মীপুর জেলার কাঞ্চনপুরে একে এম আবদুল করিম খান, ইছাপুরে মো. শহীদুল্লা, চন্ডিপুরে মো কামাল হোসেন ভূঁঞা, লামচরে মোহাম্মদ উল্যা পাটোওয়ারী, করপাড়ায় মজিবুল হক। রায়পুর উপজেলার চর আবাবিল উত্তরে জাফর উল্লাহ দুলাল হাওলাদার, চরবংশী উত্তরে মো. আবুল হোসেন, চরবংশী দক্ষিণে আবু জাফর মো. সালেহ, চর মোহরে মো. শফিক, সোনাপুরে বিএম ইউসুফ জালাল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরে একেএম আবদুল করিম খান, ইছাপুরে শহীদুল্লাহ, চন্ডীপুরে কামাল হোসেন ভুঁইয়া, লামচরে মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, করপাড়ায় মজিবুল হক মুজিব, রায়পুরের চর আবাবিল উত্তর জাফর উল্লাহ দুলাল হাওলাদার, চরবংশী উত্তর আবুল হোসেন, চরবংশী দক্ষিণে আবু জাফর মো. সালেহ, চর মোহরে মো. শফিক, সোনাপুরে বিএম ইউসুফ জালাল অ্যাডভোকেট, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগানবাজারে রুস্তম আলী, দাঁতমারায় জানে আলম, নারায়ণহাটে হারুনুর রশিদ, হারুয়ালছড়িতে জুলফিকার আলী, পাইন্দংয়ে শাহ আলম শিকদার, কাঞ্চনগগরে দিদারুল আলম, সুন্দরপুরে রেজাউল করিম চৌধুরী, লেলাংয়ে সারোয়ার উদ্দিন।

রোসাংগিরি সোয়েব আল ছালেহীন, বক্তপুরে মো, সোলায়মান, ধর্মপুরে মোহাম্মদ কাইয়ুম, সমিতিরহাটে হারুন অর রশিদ ইমনম আবদুল্লাপুরে হোসেন আলী তালুকদার, ভুজপুরে মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, জাফতনগরে আবদুল হালিম, কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে মিরানুল ইসলাম, খুটাখালীতে বাহাদুর হক, লক্ষারচরে মহিউদ্দিন আওরঙ্গজেব, বুম-বিলছড়িতে কামাল উদ্দিন, সুরাজপুরে আজিজুল হক আজিম, কৈয়ারবিলে ফিরোজ আহমদ চৌধুরী, কাকারায় শওকত ওসমান, ডুলাহাজারায় জামাল হোছাইন, চিরিংগায় জসিম উদ্দিন, ফাঁসিয়াখালীতে গিয়াস উদ্দিন চৌধুরী, সাহারবিলে মহসিন বাবুল, বরইতলীতে এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, থানচি উপজেলার রেমাক্রিতে মুই শৈ থুই মার্মা, তিন্দুতে মংপ্রু অং মার্মা, থানচিতে মাংসার ম্রো, বলিপাড়ায় শৈহলাচিং বাশৈচিং মার্মা, নাইক্ষংছড়ি উপজেলার দোছড়িতে হাবিবুল্লাহ এবং বাইশারী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলম।



মন্তব্য চালু নেই