তৃতীয় দফায় সরকারকে সময় দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

তৃতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের বেতন বৃদ্ধির দাবি আদায়ে সরকারকে বেধে দেয়া সময় বৃদ্ধি করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাব ভবনে বেলা সোয়া ১২টায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আগামী ৬ মার্চ কেবিনেট সাব কমিটির সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক হবে। তারা আশা করেন ওই বৈঠকে তাদের সম্মানজনক একটি সমাধান হবে। সামাধান না হলে ৮ মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিনিধিরা যে পরামর্শ দেবেন আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব। এক্ষেত্রে কঠোর পদক্ষেপও নিতে হতে পারে।



মন্তব্য চালু নেই