তেহরানে সৌদি দূতাবাসে হামলার নিন্দা বাংলাদেশের

ইরানের রাজধানী তেহরানে সৌদি দূতাবাস এবং মাশহাদ শহরে সৌদি কনসুলেটে সাম্প্রতিক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের ঘটনা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনস ১৯৬১ এবং ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস ১৯৬৩-এর স্পষ্ট লঙ্ঘন।

প্রতিটি কূটনীতিক এবং কনসুলার মিশনে সুরক্ষা দেয়া সরকারের দায়িত্ব, কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী এ দায়িত্ব তাদের ওপর বর্তায়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকার ইরানকে আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, শিয়া ধর্মীয় নেতা ও আরব বসন্তের নেতৃত্ব দেয়া শীর্ষ ব্যক্তিদের একজন শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে গত ৩ জানুয়ারি আগুন ধরিয়ে দেয় ইরানের শিয়া মতাবলম্বীরা। এর প্রতিক্রিয়া ইরানের সঙ্গে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব। সৌদির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাহরাইন, আরব আমিরাত ও সুদানও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।



মন্তব্য চালু নেই