থানার মধ্যে নারীকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠলো খোদ পুলিশের বিরুদ্ধে

নৃশংসতার জেরে কাঠগড়ায় এবার ভারতের উত্তর প্রদেশ পুলিশ। বারাবাকি পুলিশ স্টেশনের মধ্যে এক নারীর গায়ে পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠলো খোদ পুলিশের বিরুদ্ধেই।

অভিযোগ উঠেছে, স্বামীকে ছাড়াতে থানাতে গিয়েছিলেন আক্রান্ত ওই নারী। সেখানে দুই পুলিশ আধিকারিক তার কাছে ঘুষ চায়। তিনি দিতে অস্বীকার করেন। আক্রান্ত নারী মারা যাওয়ার আগে জানিয়ে গেছেন এরপরেই ওই দুই পুলিশ আধিকারিক তার গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।

মারা যাওয়ার আগে ওই নারী অভিযোগ করেছেন এর আগেও ওই পুলিশ কর্মী বেশ কয়েক বার তাকে হেনস্থা করেছে। আক্রান্ত নারীর দাবি ‘‘আমাকে ওরা জোর করে ধরে। আমি বারবার সাহায্যের জন্য চেঁচাতে থাকলেও ওখানে আমাকে সাহায্য করার মত আর কেউই ছিল না। আমি ওই লোকগুলোর ফাঁসি চাই। ওরা আমার গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।’

দগ্ধ অবস্থায় ওই নারীকে লখনউতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

যদিও অভিযুক্ত পুলিশকর্মীরা সব অভিযোগই অস্বীকার করেছে। তাদের দাবি মৃত ওই নারী নিজেই নিজের গায়ে আগুন লাগিয়ে ছিলেন।

তদন্তকারী অফিসার জানিয়েছেন ‘ঘটনাটি সম্পর্কে আমি কিছুই জানি না। খবর পাওয়ার পরেই আমি ওখানে ছুটে যাই। ওই নারীকে লখনউতে পাঠানো হয়েছিল।’

এ ঘটনায় অভিযুক্ত সাব ইন্সপেক্টর ও ওসিকে সাসপেন্ড করা হয়েছে।

সূত্র: জিনিউজ



মন্তব্য চালু নেই