থানায় আইনজীবীকে পেটালেন ওসি

মামলা করতে গেলে চাঁপাইনবাবগঞ্জ বারের নির্বাহী সদস্য অ্যাডভোকেট রইস উদ্দিনকে মারধর করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি)। এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন সমিতির নেতারা।

বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির জরুরী সভা শেষে প্রেস ব্রিফিংয়ে আলটিমেটামের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী আওয়াল বাউল।

তিনি বলেন, ‘জেলা বারের নির্বাহী সদস্য অ্যাডভোকেট রইস উদ্দিন গত মঙ্গলবার মানবপাচার ট্রাইব্যুনালে জনৈক আশরাফুলের পক্ষে আদালতে মামলা করতে যান। জেলা ও দায়রা জজ আদালত এবং পিপির পরামর্শে বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি সদর থানায় মামলাটি দায়ের করতে যান। এ সময় ওসি জসিম উদ্দিন উত্তেজিত হয়ে তাকে অশালীন ভাষায় গালাগালা এবং একপর্যায়ে মারধর করে থানার হাজতখানায় আটকে রাখেন।’

অ্যাডভোকেট আলী আওয়াল বলেন, ‘এ ঘটনায় বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতি জরুরী সভায় সর্ব সম্মতিক্রমে এ ঘটনার তীব্র নিন্দা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসিকে প্রত্যাহার, আইনজীবীকে মারধর ও আটকে রাখার ঘটনায় ফৌজদারী এবং মানহানির ঘটনায় দেওয়ানি মামলা দায়ের, বৃহস্পতিবার মানববন্ধন ও ১০ সদস্য বিশিষ্ট অ্যাকশন কমিটি এবং জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

গঠিত অ্যাকশন কমিটি প্রয়োজনে যেকোনো কর্মসূচি গ্রহণ করবে বলেও জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান।



মন্তব্য চালু নেই