দঃ কোরিয়ার রাস্তায় পড়ে রইল কোটি টাকা কিন্তু কেউ স্পর্শ করল না

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গত সোমবার এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ওই দিন এক অজ্ঞাত নারী সিউল স্কয়ারে স্থানীয় মুদ্রা উন’র অসংখ্য নোট ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে চলে যান। তবে বিস্ময়ের বিষয় হলো, রাস্তায় অগণিত নোট পড়ে থাকলেও কেউ তা উঠানোর চেষ্টা করেননি! পরে খবর পেয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা উনের নোটগুলো অবশ্য উদ্ধার করেছে পুলিশ।

রাস্তায় পড়ে থাকা উন নোট পথচারীদের কেউই স্পর্শ করেননি। মুষ্টিমেয় কয়েকজন কেবল এর ছবি উঠিয়েছেন। তাছাড়া কেউ এর ধারেকাছেও ভিড়েননি!

সিউলভিত্তিক সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড জানায়, গত সোমবার বিকেল ৫টায় ৫৬ বছর বয়সী এক নারী প্রায় ২ কোটি ২০ লাখ মূল্যমানের উন নোট রাজধানী সিউলের বাণিজ্যিক জেলা সিউল স্কয়ারের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে চলে যান।

তবে জনতার অর্থের লোভ সামলানোর অবশ্য একটি কারণ আছে। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, মালিকবিহীন কোনো অর্থ দেশের কোথাও পড়ে থাকলেও যদি তা কেউ তুলে নেয় তাহলে তাকে চুরির অপরাধে গ্রেফতার করা হবে।

এ ঘটনা জানাজানির পরে পুলিশ এসে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা উনের নোটগুলো উদ্ধার করে।

পরে পুলিশ জানায়, কয়েকদিন আগেই ব্যাংক থেকে প্রায় ৪ কোটি ২০ লাখ উন তুলেছেন ওই নারী। এই অর্থ সাবেক স্বামী ও ছেলে হাতিয়ে নিতে পারে বলে রাস্তার কাউকে তিনি তা দান করতে চেয়েছিলেন।



মন্তব্য চালু নেই