দক্ষিণ অফ্রিকার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

৫ ও ৭ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর ১টায় ম্যাচগুলো শুরু হবে।

দুটি ম্যাচের জন্যে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোলিং অ্যাকশন শুধরানোর পর এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন স্পিনার সোহাগ গাজী। দক্ষিণ আফ্রিকাকে আটকাতে স্পিন আক্রমণের ওপর নির্ভর করছে বিসিবি। সাকিব আল হাসান বাদেও স্কোয়াডে রয়েছেন আরো তিন স্পিনার- সোহাগ গাজী, আরাফাত সানী ও জুবায়ের হোসেন লিখন। এ ছাড়া নাসির হোসেন নিয়মিত বোলিংও করছেন। এ ছাড়া তিন পেসারও তো আছেনই। মাশরাফির সঙ্গে আছেন রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মান, নাসির হোসেন, আরাফাত সানী, জুবায়ের হোসেন লিখন, সোহাগ গাজী, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।



মন্তব্য চালু নেই