দক্ষিণ এশিয়াকে ক্ষুধামুক্ত করার প্রত্যয় প্রধানমন্ত্রীর

দক্ষিণ এশিয়াকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তৃতীয় সার্ক কৃষিমন্ত্রী সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যকার সমস্যাগুলো প্রায় একই। সমউদ্যোগে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলেই এসব সমস্যা মোকাবেলা করা সম্ভব। আর এর জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

সার্ক সিড ব্যাংক ও ফুড ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, কোনো দুর্যোগ-দুর্বিপাকে আমরা যেন একে অপরের সহযোগিতা করতে পারি, সেজন্য সার্ক সিড ব্যাংক এবং ফুড ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। আর এর জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

সার্ক কৃষিমন্ত্রী সম্মলনে সভাপতিত্ব করেন বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।



মন্তব্য চালু নেই