দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন

ফরিদপুর অঞ্চলের ৫ জেলা, বরিশাল বিভাগের ৬ জেলা ও খুলনা বিভাগের ১০ জেলা মোট ২১ জেলায় চলছে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে।

রোববার সকাল থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় যাত্রীরা পড়েছে বিপাকে।

শনিবার বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটি ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। অপর দিকে খুলনা বিভাগীয় শ্রমিক নেতারাও একই কর্মসূচি ঘোষণা করেন।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরসহ তাদের সহযোগীর হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলা শুনানি ছাড়াই হাইকোর্টে স্থানান্তরের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

মাগুরাগামী রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সেলিনা পারভীন জানান, বাড়িতে যাওয়া আমার খুব জরুরি, মা অসুস্থ কিন্তু কিভাবে যাবে বুঝতে পারছি না।

আরেক যাত্রী ভাষারচর এলাবার হাবিব মোল্লা জানান, ব্যবসার কাজে ঢাকা যেতে হবে, কিভাবে যাব জানি না।

তিনি বলেন, পরিবহন শ্রমিকরা তাদের খেয়াল খুশির মতো এভাবে ধর্মঘট ডাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।



মন্তব্য চালু নেই