দর্শনা সীমান্তে পতাকা বৈঠক

শামীম রেজা, জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ। বুধবার সকাল ১০টায় শুরু হয়ে ১১টা পর্যন্ত চলে এ বৈঠক। বৈঠকে অবৈধপথে সীমান্ত পারাপার বন্ধ করা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দুদেশের সীমান্তরক্ষিরা।

চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, দর্শনা সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছে বৈঠক বসে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সাব ইন্সপেক্টর গঙ্গা ধর। বৈঠকে দুদেশের স্বার্থে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।



মন্তব্য চালু নেই