‘দলীয় প্রধানের পথসভা যেন জনসভা না হয়’

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রচারে দলীয় প্রধানদের পথসভা যেন জনসভায় পরিণত না হয় এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটে, সেই বিষয়ে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।

পৌরসভা পরিষদের নির্বাচনে অংশ নেওয়া ২০টি রাজনৈতিক দলকে এ বিষয়ে সতর্ক করে বুধবার বিকেলে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব জেসমিন টুলী স্বাক্ষরিত চিঠিটি রাজনৈতিক দলগুলোর মহাসচিব বা সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিবন্ধিত ২০টি দল পৌর নির্বাচনে প্রার্থী দিয়েছে। তাদের দলীয় প্রধান ও নেতারা প্রার্থীদের পক্ষে প্রচারে গিয়ে আচরণবিধি প্রতিপালনে যেন সহযোগিতা করে, সেই জন্য চিঠিটি দেওয়া হয়েছে।

চিঠিতে ক্ষমতাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচারে যেতে নিষেধ করা হযেছে। সেই সঙ্গে দলীয় প্রধানদের প্রচারে বাধা না থাকলেও জনসভায় বিধিনিষেধ রয়েছে।

চিঠিতে আরো বলা আছে, রাজনৈতিক দলগুলোর প্রচারের সময় দলীয় প্রধান বা নেতাদের কোনো পথসভা যেন জনসভায় রূপ না নেয়, সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।



মন্তব্য চালু নেই