দলে একমাত্র বাঙালি আমি, ভাবতেই ভালো লাগে : মুস্তাফিজ

কলকাতা নাইট রাইডার্সে একমাত্র বাঙ্গালী ক্রিকেটার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান আরেক বাঙ্গালী ক্রিকেটার মুস্তাফিজুর রহমান খেলছেন সানরাইজ হায়দ্রাবাদের হয়ে।

ব্যাপারটিকে বেশ ভালোভাবেই উপভোগ করছেন মুস্তাফিজ। বিদেশী এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মধ্যে দলের একমাত্র বাঙালি খেলোয়াড় আমি, ভাবতে ভালোই লাগে।’

আইপিএলের শুরু হওয়ার পরে তার ক্রিকেট জীবনের অভিষেক এমনটি জানান এই কাটার মাস্টার। তিনি বলেন,‘এই টুর্নামেন্ট যখন প্রথম শুরু হয় অর্থ্যা ২০০৮ সালে, তখন আমি ক্রিকেট খেলা শুরুই করিনি। আমি খেলা শুরু করি তার-ও দুই বছর পর, ২০১০ সালে।’

মুস্তাফিজ মাঠে নামলেই সবাই হুমড়ি খেয়ে পড়ে হাতের জাদু দেখার জন্য। কিন্তু নিজের খেলা কখনো টিভিতে দেখেন না তিনি। এই নিয়ে তিনি বলেন ‘আমি টিভিতে খেলা খুব কম দেখি আর নিজের খেলা তো কখনো দেখিই নি। ছোটবেলা থেকেই আমি এমন। নিজেই জানি না, আমি এমন কেন?’



মন্তব্য চালু নেই