দল জিতলে সরকার চালাবেন সুকি

মায়ানমারে নির্বাচনে দল জিতলে ‘প্রেসিডেন্টের উর্ধ্বে থেকে’ সরকার চালানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের নেত্রী অং সান সুচি। আগামী রোববার দেশটিতে সাধারণ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে সুচির দল বিজয়ী হবে বলে আশা করা হচ্ছে।

আগামী ৮ নভেম্বরের ভোটের আগে বৃহস্পতিবার ইয়াংগুনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুচি। নির্বাচনে জয়লাভের আশা ব্যক্ত করে শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রী বলেন,‘আমরা নির্বাচনে জয়লাভ করলে তা হবে গণতন্ত্রের বিজয়।’

তার দল জয়লাভ করলে তিনি সরকার চালানোরও অঙ্গীকার করেছেন। প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা থাকা সত্ত্বেও তিনি এ অঙ্গীকার ব্যক্ত করলেন। তিনি বলেন, ‘এ নির্বাচনে আমার দল জিতলে আমি সরকার চালাবো। কারণ, আমাদের মধ্য থেকে যিনি প্রেসিডেন্ট হবেন তিনি এএলডির নীতিমালা অনুযায়ী কাজ করবেন।’

মিয়ানমারে সেনা প্রণীত সংবিধান অনুযায়ী সুচির (৭০) প্রেসিডেন্ট পদে নির্বাচনের ক্ষেত্রে বাধা রয়েছে। ওই সংবিধানে বলা হয়েছে, যাদের বংশধর জন্মসূত্রে বিদেশি নাগরিক তারা মায়ানমারের প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে সুচি কীভাবে সরকার চালাবেন তা তিনি খোলসা করেননি।



মন্তব্য চালু নেই