দশম জাতীয় সংসদে দ্বিতীয় বাজেট অধিবেশনের সমাপ্তি

বুধবার শেষ হচ্ছে বাজেট অধিবেশন। টানা ২৭তম কার্য দিবস শেষে আজ দশম জাতীয় সংসদে দ্বিতীয় বাজেট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাওয়ার পরই স্পিকার এই ঘোষণা জানাবেন।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো দিনের কার্যসূচি অনুযায়ী, আজ বুধবার প্রথম আধ ঘণ্টা থাকবে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকাল। এরপর রয়েছে, অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তরকাল। এ ছাড়া রফতানি উন্নয়ন ব্যুরো বিল-২০১৫ পাস হওয়ার কথা রয়েছে। এদিকে ‘নিম্নআয়ের দেশ’ থেকে ‘নিম্নমধ্যম আয়ের দেশ’-এ উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রস্তাবটি উত্থাপন করবেন সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১)।
প্রসঙ্গত, দশম জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হয় ১ জুন। এর মধ্যে ৪ জুন সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গত ২৯ জুন পর্যন্ত প্রস্তাবিত বাজেটের ওপর ৫৮ ঘণ্টা সাধারণ আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হয়।



মন্তব্য চালু নেই