দশে দশ ব্রাজিল

ব্রাজিলকে যেন কিছুতেই থামানো যাচ্ছে না। জয়রথ চলছেই সেলেসাওদের। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার ব্রাজিলের পোর্তো এলেগ্রিতে দলের জয়সূচক একমাত্র গোলটি করেন রোবার্তো ফিরমিনো। ঘরের মাঠে গত বিশ্বকাপে লজ্জাজনক বিদায়ের পর থেকে এটা ব্রাজিলের টানা দশম জয়।

pla

তার পা থেকেই এসেছে দলের জয়সূচক গোল। গোল করার শূন্যে লাফিয়ে উঠেছেন ফিরমিনো

হন্ডুরাসের বিপক্ষে এই ম্যাচে ব্রাজিল দলে ফেরেন বার্সেলোনার হয়ে ট্রেবল জেতা নেইমার। অবশ্য শুরুর একাদশে মাঠে নামা হয়নি ব্রাজিল অধিনায়কের। তাকে ছাড়াই একাদশ সাজান দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচের দায়িত্বে আসে কার্লোস দুঙ্গা।

ঘরের মাঠে ম্যাচের ৩৩ মিনিটে ফিরমিনোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। দুরন্ত গতিতে বল নিয়ে ছুটে যান ফিলিপে লুইস। এরপর সতীর্থ কৌটিনহোর সঙ্গে ওয়ান-টু খেলে হন্ডুরাসের তিন খেলোয়াড়ের মাঝে দিয়ে বক্সে ঢুকে লুইস বল বাড়ান ফিরমিনোকে। গোলরক্ষকের দুই পায়ের মাঝে দিয়ে বল জালে জড়িয়ে দেন আক্রমণাত্মক মিডফিল্ডার ফিরমিনো।

pl

হন্ডুরাসের এক খেলোয়াড়কে কাটিয়ে বল নিয়ে যাওয়ার চেষ্টায় নেইমার

এরপর দ্বিতীয়ার্ধে খেলার শুরুতে কৌটিনহোর বদলি হিসেবে নেইমারকে মাঠে নামান দুঙ্গা। মাঠে নেমেই হন্ডুরাসের জালে বল জড়ান ব্রাজিল অধিনায়ক। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন দেন রেফারি। শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি স্বাগতিকরা। তবে ঠিকই নিজেদের টানা ১০ নম্বর জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ে কোপা আমেরিকার প্রস্তুতিটাও বেশ ভালোমতোই সারল ব্রাজিল। ১১ জুন থেকে চিলিতে অনুষ্ঠেয় এবারের কোপা আমেরিকায় গ্রুপ ‘সি’তে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে সেলেসাওরা। আগামী ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে পেরুর মুখোমুখি হবে দুঙ্গার দল।



মন্তব্য চালু নেই