দহগ্রাম সীমান্তে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্তে বিএসএফের ছোড়া ককটেলে হযতর আলী (৩৫) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। পরে তার মরদেহ নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।

মঙ্গলবার ভোরে দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত হযতর আলী (৩৫) উপজেলার দহগ্রাম ইউনিয়নের বালা ডাঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে একদল গরু রাখাল দহগ্রাম সীমান্তের ১১নং মেইন পিলারে কাছে গরু আনতে গেলে ভারতীয় বাঘডোগরা সীমান্তরক্ষী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা হযতর আলীকে ককটেল নিক্ষেপ করেন। পরে তার মরদেহ নিয়ে যায়।

দহগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন জানান, ককটেল নিক্ষেপ ও পরে তার শরীরে আঘাত করে হত্যা করে বিএসএফ সদস্যরা।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত হযরত আলী বিএসএফের ককটেলের আঘাতে নিহত হয়েছেন।



মন্তব্য চালু নেই