দাউদকান্দিতে চলছে রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল ধরপাকড়

দাউদকান্দিতে চলছে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ধরপাকড়। ইতোমধ্যে দাউদকান্দিতে রেজিষ্ট্রেশনবিহীন হাফ ডজন মোটরসাইকেল আটক করেছ দাউদকান্দি থানা পুলিশ। প্রায় প্রতিদিন দিন সন্ধ্যায় উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড ও বাজারে অভিযান চালিয়ে কাগজপত্রবিহীন এসব মোটরসাইকেল আটক করে দাউদকান্দির গৌরীপুর পুলিশ ফাঁড়ি।

গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই. আসাদুজ্জামান আসাদ জানান, ‘মোটরসাইকেলে চড়ে নাশকতা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ সংগঠিত হওয়ার কারনে দেশের সকল কাগজপত্রবিহীন মোটরসাইকেলকে রেজিস্ট্রেশনের আওতায় আনার সরকারি নির্দেশ রয়েছে সরকারের পক্ষ থেকে। এরই অংশ হিসেবে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি’।

উল্লেখ্য যে, সারাদেশের মত দাউদকান্দির সর্বত্রই অবাধে চলছে নাম¦ারবিহীন ‘অন টেস্ট’, ‘প্রেস’ ও নানা কোম্পানির স্ট্রিকার প্লেট সংবলিত মোটরসাইকেল। অভিযোগ রয়েছে যে, এসব অবৈধ মোটরসাইকেল প্রায় আটক করে পুলিশ টাকার বিনিময় ছেড়ে দেয়। যার ফলে অবৈধ মোটরসাইকেলের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে।



মন্তব্য চালু নেই