দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি, পথসভা ও লিফলেট বিতরণ

২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথভাবে পালিত হয়।
সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে ”চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে দাউদকান্দি টোলপ্লাজা প্্রদক্ষিণ শেষে পথসভা ও লিফফেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু ছালাম মিয়া, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ মোঃ জুবায়দুল আলম, সহকারী পুলিশ সুপার আলাউল হাসান, দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মতিন সৈকত, উপদেষ্টা কবি-কলামিস্ট মো. আলী আশরাফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান পাপ্পু, দাউদকান্দি আর্দশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মোঃ জসিম উদ্দিন, দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন, দাউদকান্দি উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুননেছা জেবু প্রমুখ।

এসময় র‌্যালি ও পথসভায় অংশ নেন মোঃ ইউসুফ নাসির, দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হাজারী, তিতাস প্রেসক্লাবের সভাপতি মোঃ ওমর ফারুক মিয়াজী, সাংবাদিক মোহাম্মদ হানিফ খান, আবদুর রহমান ঢালী, এম.এ. ছালাম সরকার, মোঃ শহীদ উল্লাহ সাদা, শাহীন আহমেদ চৌধুরী, আমির হোসেন আমু, সালাউদ্দিন আহমেদ, জহিরুল ইসলাম জিল্লু, শরীফ আহমেদ জন্টু, ইমরান হোসেন মাসুদ, মোঃ ইব্্রাহিম খলিল, দ্বীন ইসলাম রাজু, সংগঠক কাউছার আলম সোহেল, সমাজকর্মী শফিকুল ইসলাম, এবায়দুল হক প্রমূখ।

এছাড়াও স্কুল-কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ এবং জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সামাজিক, সাংস্কৃতিক নেত্রীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। পরে দাউদকান্দি টোলপ্লাজায় বিভিন্ন যানবাহনে চালক, হেলপার ও যাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে লিফলেট বিতরণ করা করা হয়।



মন্তব্য চালু নেই