দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২০জন আহত

মো. আলী আশরাফ খান, দাউদকান্দি (কুমিল্লা) থেকে: দাউদকান্দিতে ৭ ফেব্রুয়ারি রোববার দুপুর ১টায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২০জন আহত হয়।

উপজেলার নৈয়ার এলাকায় ঢাকা-মতলব সড়কে এক বাস দুর্ঘটনায় ১৯ জন আহত হয় এবং একই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর স্টেশনে মটরবাইক ও লেগুনার সংঘর্ষে আহত হয় ১জন।

রোরবার দুপুর ১টায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস (মতলব এক্সপ্রেস) নৈয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ১৯জন আহত যাত্রীকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তৎক্ষণাৎ ১০জনকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, ৪জনকে হাসপাতালে ভর্তি এবং গুরুতর ৫ জনকে ঢামেক-এ প্রেরণ করেন।

অপরদিকে ঢাকা-চট্্রগ্রাম মহাসড়কের রায়পুরে একটি মটরবাইককে যাত্রীবাহী একটি লেগুনা পেছন থেকে ধাক্কা দিলে মটরবাইক আরোহী মোঃ বেলাল (২৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয় এক স্কুল শিক্ষিকা তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) ভর্তি করেন।



মন্তব্য চালু নেই