দাউদকান্দির বিভিন্ন সরকারি প্রকল্প পরিদর্শনে কুমিল্লা জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি: ৬ নভেম্বর রোববার দাউদকান্দির বিভিন্ন সরকারি প্রকল্প পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ।

প্রথমে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের উপজেলার জিংলাতলী ইউনিয়নের ইটাখোলা গ্রামে সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি।

পরে জেলা প্রশাসক দাউদকান্দি উপজেলা (গৌরীপুর) স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি প্রেস ক্লাব, বারপাড়া ইউনিয়ন পরিষদ ভবন, বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভূমি অফিস ও দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করেন।

বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন, উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. মো. জালাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া এবং স্থানীয় রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ নানা শ্রেণিপেশার কর্মকর্তাবৃন্দ।



মন্তব্য চালু নেই