দামুড়হুদায় বিএনপি’র সেক্রেটারী ও ২ শিক্ষক ফেনসিডিলসহ আটক

শামীম রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় নতিপোতা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ইউপি সদস্য মাসুদ রানা (৪০), ভগিরথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিল ইসলাম (৪০) ও সহকারী শিক্ষক রেজাউল হক (৩৫) ফেনসিডিল খাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়ে এখন শ্রীঘরে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দামুড়হুদার তালসারি ডিসি ইকোপার্ক থেকে নাটুদহ ক্যাম্প পুলিশ এদেরকে আটক করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, গোপনসূত্রে সংবাদপেয়ে অত্র থানাধীন নাটুদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ সারজেন্ট নুরুজ্জামান বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তালসারি শিবনগর ডিসি ইকোপার্কের নদীর পাড়ে (বিলের পাড়) অভিযান চালায়।

এসময় সেখানে ফেনসিডিল খাওয়া অবস্থায় উপজেলার নতিপোতা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ও ইউপি সদস্য ভরিরথপুর গ্রামের মৃত. আয়ুব আলীর ছেলে মাসুদ রানা, ভগিরথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই গ্রামের আজিজুল হকের ছেলে তানজিল ইসলাম ও সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিনের ছেলে রেজাউল হক ২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক হয়।

আটককৃত ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য চালু নেই