দাম্পত্য-পরকীয়ায় ‘অর্ধাঙ্গিনী’ শ্রীলেখা

দাম্পত্যের টুকরো টুকরো চিত্র, পরকীয়ার গোপনীয়তা, দেশভাগের যন্ত্রণা নিয়ে ‘ঘরে বাইরে’ লিখেছিলেন কবিগুরু। মুখের বদলে বিভিন্ন সময় তা ফুটে উঠেছে রুপোলি পর্দায়। সেই নিয়ম মেনে এই কাহিনি আরও একবার সেলুলয়েডের পর্দায়। ক্যামেরার পিছনে পরিচালক রীমা মুখোপাধ্যায়। অর্ধাঙ্গিনী এবার শ্রীলেখা মিত্র। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির প্রোমো।

তবে বাংলায় নয়, হিন্দিতে। নাম ‘অর্ধাঙ্গিনী- এক অর্ধসত্য’। এমনকি কবিগুরুর কাহিনী অবলম্বনে সিনেমা তৈরি করলেও ছবিতে কোনও রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার করেননি রীমা। কারণ বিশ্বকবি নিজে তাঁর কাহিনীতে গান ব্যবহার করেননি। শ্রীলেখা মিত্র ছাড়া রয়েছেন সুব্রত দত্ত, মনোজ মিত্র, রীমা লাগুর মতো অভিনেত্রী।

উল্লেখ্য, বাংলা সিনেমায় গোল্ডেন যুগে সত্যজিৎ রায়ের ক্যামেরায় ফুটে উঠেছিল কবির ‘ঘরে বাইরে’। তার নিখুঁত চিত্রায়ণে ক্লাসিক আখ্যা পেয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এখন রীমা কতটা দর্শকের মন জয় করতে পারেন সেটাই দেখার। সুত্র-ওয়েবসাইড



মন্তব্য চালু নেই