দিনাজপুরের পার্বতীপুর করতোয়া নদী থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ফুলেরঘাট এলাকায় করতোয়া নদী থেকে রেজিনা বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে পরিবারের লোকজনদের সহায়তায় করতোয়া নদীর পার্বতীপুর অংশে ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার কওে পুলিশ।

পাবর্তীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানিয়েঝেন, রেজিনা পার্শ্ববর্তী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাগবাড় গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। তিনি পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আটরাই (খোলাহাটী) গ্রামের মৃত জয়নাল আবেদিনের মেয়ে।

রেজিনার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি পাশাপাশি গ্রামে। দুই গ্রামের মাঝখান দিয়ে করতোয়া নদী বয়ে গেছে। দুই গ্রামের লোকজনের যাতায়াতের জন্য ওই নদীর পার্বতীপুর অংশে (পশ্চিম তীর) ফুলেরঘাট এলাকায় একটি ও বদরগঞ্জ অংশে (পূর্ব তীর) বাগবাড়ে একটি ব্রিজ রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ওই ব্রিজের উপর দিয়ে বাবার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন রেজিনা। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে ব্রিজের গোড়ায় নদীতে তার মৃতদেহ পাওয়া যায়।



মন্তব্য চালু নেই