দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর বাজারের একমাত্র ফুটব্রীজের বেহাল অবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌরবাজারের একমাত্র ফুটব্রীজটির বেহাল অবস্থার কারণে যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা!
পৌরবাজারের একমাত্র ফুটব্রীজটি ১৯৯৫ সালে নির্মাণ করার ফলে যমুনা শাখা নদীর দু’পাশে গড়ে ওঠে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান। পৌরবাজারের সংকীর্ণ জায়গার জন্য কাঁচা বাজারের নিত্যদিনের মালালাল নিয়ে ব্যবসায়ীদের নিদারুন কষ্ট দীর্ঘদিনের। কষ্ট লাঘব তথা ব্যবসায়ীদের ব্যবসা প্রসারের জন্য সেসময় এই ব্রীজটি নির্মিত হলে ব্যবসায়ীদের ব্যবসা প্রসারে একটি নতুন দ্বার উম্মোচন হয়। নদীর পশ্চিম পার্শে অর্থাৎ ফুটব্রীজের মাথা থেকে নতুন করে গড়ে ওঠে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান৷ ব্রীজটির ব্যাপক এবং সঠিকভাবে রক্ষাণাবেক্ষণ না হওয়ার ফলে বর্তমানে ব্রীজটি ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রীজের দুইপাড় গাডের হাতলগুলো ভেঙ্গে রড বের হওয়ায় যেমন ঘটছে ছোটছোট দূর্ঘটনা, তেমনি ব্রীজটি ছোট হওয়ায় সার্বক্ষনিক যানজটের কারণে বেকায়দায় পড়ছেন এই এলাকার মাঝারি ও ক্ষুদ্রব্যবসায়ীরা। আবার প্রতিনিয়ত কাচাবাজারের ময়লাগুলো ব্রীজের নিচে ফেলার কারণে পচাদূর্গন্ধের সৃষ্টি হওয়ায় দীর্ঘক্ষন পারাপারারের জন্য অপেক্ষায় থাকা পথচারীদের চরম অসুবিধায় পড়তে হয়।



মন্তব্য চালু নেই