দিনাজপুরে অনলাইন স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন

দিনাজপুরে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে অনলাইন স্কুল এর কার্যক্রম।

বাংকালি বাজাৎের রামডুবি নামক স্থাানে বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে এ অনলাইন স্কুল উদ্ভোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ্যডভোকেট মোস্তাফিজুর রহমান।অন লাইন স্কুলে শিক্ষকগণ দূরবর্তী স্থান থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এবং মূল ক্লাসে অবস্থানকারী মডারেটর দের সহায়তায় শিক্ষা প্রদান করেন ।

গ্রামীণফোন এবং জাগো ফাউন্ডেশন সারা দেশে ১০ টি অন লাইন স্কুল পরিচালনা করছে । এর মধ্যে এটি একটি অনলাইন স্কুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালাত কামাল হেড অপ এক্রাটানাল কমিউনিকেশন ও পার্থ প্রতিম ভট্টাচার্য,
বগুড়া অঞ্চল প্রধান এবং জাগো পাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করবী রাকশান্দ সহ অন্যরা।



মন্তব্য চালু নেই