দিনাজপুরে কৃষকদের মাঝে বিনা মূল্যে জিংক সমৃদ্ধ বীজ বিতরণ

শাহ্ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকেঃ দিনাজপুরে প্রায় দেড় হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২ এবং ব্রি ধান-৭২ এর বীজ বিতরণ করা হয়েছে।

আরডিআরএস- বাংলাদেশের সহযোগিতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫ নং ছাতোই ইউপি’র মাহেরপুর শষ্য গুদাম চত্বরে এই বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাতোইল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু। ছাতোইল ফেডারেশনের সভাপতি রবিউল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরডিআরএস- বাংলাদেশের কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন, ছাতোইল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ,ইউপি সদস্য বলরাম রায়, কৃষক বুলু মিয়া,চেংগন কৃষক মাঠ স্কুলের ফার্মার প্রমোটর আফরোজা বেগমসহ অন্যরা।

আলোচনা শেষে প্রায় দেয় হাজার কৃষককে ৪ কেজি করে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২ এবং ব্রি ধান-৭২ এর বীজ বিনা ম্যল্যে দেয়া হয়।

বক্তরা বলেন, জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২ এবং ব্রি ধান-৭২ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শিশুদের ক্ষুধামন্দা দূর করে।গর্ববতী মায়ের শারীরিক দূর্বলতা দূর করে। শিশুদের শারীরিক গঠন বিকাশ সহ নানা রোগের উপকার করে। স্বল মেয়াদী এ ধানের ফলনও ভালো হয়।



মন্তব্য চালু নেই