দিনাজপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত

দিনাজপুর-রংপুর মহাসড়কের জেলার চিরিরবন্দর উপজেলার তেঁতুলতলা সাহাপাড়া এলাকায় যাত্রীবাহি দুই বাসের মুখোুখি সংঘর্ষে কমপক্ষে ৩০জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে দুই চালকসহ ৫জনের অবস্থা আশংকাজনক।

আহতদের উদ্ধার করে সৈয়দপুর স্বস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছে দমকল বাহিনীর উদ্ধারকর্মীসহ স্থানীয়রা। আজ সকাল পৌনে ১০টার দিকে ঘটেছে ওই দুঘর্টনা । এতে দুর্ঘটনাস্থলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় মহাসড়কে ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। আটকাপড়া বাস দু’টি সরিয়ে নিতে ফেলেছে স্থানীয় থানাসহ হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা এবং চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানিয়েছেন, ঠাকুরগাঁও থেকে রংপুরগামী বিআরটিসি পরিহনের একটি যাত্রী বোঝাই বাসের সাথে বিপরতিরমুথি একটি লোকাল রুবেল এন্টার প্রাইজ বাসের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে অসমর্থিত এক সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দূর্ঘটনায় আহত এক যাত্রীর মুত্যু হয়েছে।



মন্তব্য চালু নেই