দিনে একটির বেশি কলড্রপে এক মিনিট ফ্রি

মোবাইল ফোনে দিনে একটির বেশি কলড্রপ হলে এক মিনিট ফ্রি পাবেন গ্রাহকেরা। পাঁচটি কলড্রপ হলে গ্রাহকদের দেয়া হবে চার মিনিট ফ্রি। এ ব্যাপারে মোবাইল অপারেটরগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের এ কথা জানান। এর আগে তিনি মোবাইল অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

তারানা হালিম বলেন, কলড্রপের ওপর জরিমানা নির্ধারণে একটি টিম গঠন করা হবে। এই টিম ১ জুলাই থেকে কার্যক্রম শুরু করবে। গ্রাহকদের কাছে ম্যাসেজের মাধ্যমে তাদের ফ্রি কলের বিষয়টি জানানো হবে।

প্রতিমন্ত্রী জানান, মোবাইলের সিম নিবন্ধন চলতি মে মাসের মধ্যেই শেষ করতে হবে। আর সময় বাড়ানো হবে না। মে মাসের মধ্যে নিবন্ধন না করলে ১ জুন অনিবন্ধিত সিম বন্ধ করে দেয়া হবে। পুরো জুন মাস সিম বন্ধ থাকবে। তবে পরবর্তী সময়ে চাইলে কেউ টাকা দিয়ে ওই সিম পুনরায় তুলতে পারবে।



মন্তব্য চালু নেই