দিনে দুই ডিম খেয়ে তিন শতাব্দীর সাক্ষী ইমা

পৃথিবীর সবচেয়ে প্রবীণ নারীর সন্ধান পাওয়া গেছে ইতালিতে।

সম্ভবত ইমা মোরানো নামের এই নারীই আঠারো শতকের সর্বশেষ জীবিত ব্যক্তি। তিনি তিনটি শতাব্দীর পরিবর্তন নিজ চোখে দেখেছেন।

ইতালির ভারবানিয়া শহরে বসবাসরত ইমা মোরানো আগামী ২৯ নভেম্বর ১১৭তম জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছেন। ১৮৯৯ সালের ২৯ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।

জন্মদিন ঘিরে ইমা জানিয়েছেন এই দীর্ঘ জীবন লাভের রহস্য। বলেন, ‘খুবই কম খাই আমি। সারাদিনে দু’টা ডিম খাই, এটাই সব। আর কিছু খাই না।’

নিজের জন্মদিনের কেক ইমা খাবেন কি না তা এখনও নিশ্চিত নন। কারণ এরআগে একবার কেক খেয়ে সুস্থবোধ করেননি তিনি।

ইমা বলেন, ‘আমি জানি আমার ব্যাপারে অনেকের আগ্রহ আছে। আমেরিকা, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া প্রভৃতি দেশ থেকে অনেকে আসেন আমাকে দেখতে। আমি কাউকে আমন্ত্রণ জানাই না, কিন্তু তারা আসেন।’

সূত্র: দ্য গার্ডিয়ান



মন্তব্য চালু নেই