দিল্লিতে মুক্তি পেতে যাচ্ছে চলন্ত বাসের ধর্ষণকারী

দিল্লিতে চলন্ত বাসে একজন ফিজিওথেরাপি ছাত্রী জয়তি সিংকে নির্মম নির্যাতন এবং ৬ জন মিলে দলবেঁধে ধর্ষণের অপরাধে ৩ বছরের সাজা প্রাপ্ত কিশোর অপরাধী খুব শিগগিরি মুক্তি পেতে যাচ্ছেন।

৬ জনের মধ্যে সবচেয়ে কম বয়সী এই অপরাধী চলন্ত বাসে জঘন্যতম কাজটি যখন করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। পূর্ণবয়স্ক না হওয়ায় তাকে যে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল সেটা অনেকের দৃষ্টিতেই ছিল সুষ্ঠু বিচারের চরম ব্যর্থতা।

কারণ ২০১২ সালের এই বর্বরোচিত ধর্ষণের ঘটনা যখন জানাজানি হয় তখন ভারতের রাজধানীর রাস্তায় নেমে এসেছিলেন হাজার হাজার প্রতিবাদী মানুষ। এমনকি ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে যখন আদালতে বিচারকার্জ চলছে, তখন এই ধর্ষকদের ফাঁসির দাবিতে বাইরে চিৎকার করছিলেন সমগ্র ভারতবাসী। কিন্তু বিচারের সব আবেদন ম্লান করে দিয়ে খুব শিগগিরি ৩ বছরের সাজার মেয়াদ শেষে মুক্তি পেতে যাচ্ছেন ধর্ষক।

2015_12_19_21_54_03_JfHCgB7CY7ZDw0o2hIOMng1FavfYZQ_original
কিশোর আদালতে বিচারের পর তোয়ালে মোড়া অবস্থায় ধর্ষক, ৩১ আগস্ট, ২০১৩



মন্তব্য চালু নেই