দিল্লির বিমানবন্দরে ‘সন্ত্রাসী হুমকি’ বেওয়ারিশ কুকুর

ভারতের দিল্লি বিমান বন্দরে বেওয়ারিশ কুকুর যেভাবে ঘুরে বেড়ায় তাতে এগুলোকে কেউ কেউ সন্ত্রাসী আক্রমণে কাজে লাগানোর কথা ভাবতে পারে, এমন আশংকা করছেন কর্মকর্তারা। কিন্তু বিমানবন্দরের কর্তৃপক্ষ বলছে, এরকম আশংকা সত্বেও তারা এসব কুকুরগুলোকে উচ্ছেদ করতে পারছে না, কারণ প্রাণীদের কল্যাণের যে আইন রয়েছে তা এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া পত্রিকা বলছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষ সম্প্রতি দিল্লি দক্ষিণের কাউন্সিলকে এক চিঠি দেয়। এতে তারা বিমানবন্দরের বেওয়ারিশ কুকুরদের অবিলম্বে উচ্ছেদ করতে বলে। চিঠিতে বলা হয়, এমন একটা প্রবণতা দেখা গেছে যে জনসমাগম হয় এমন জায়গায় প্রাণী ব্যবহার করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিশেষ করে পাঠানকোটের ঘটনার পরই এ আহ্বান জানানো হয়।

কিন্তু ভারতের আইন অনুযায়ী শুধুমাত্র খোজা করার জন্যই কুকুর উচ্ছেদ করা যাবে। তা ছাড়া খোজা করার পর কুকুরগুলো যেখানে ছিল সেখানে বা কাছাকাছি এলাকাতেই ছেড়ে দিতে হবে এ কথাও আছে আইনে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরো চার মাস লাগবে – বলছে টাইমস অব ইন্ডিয়া। সূত্র: বিবিসি বাংলা



মন্তব্য চালু নেই