দীঘিনালায় শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধিনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

১নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহেদ পাভেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, সুসময় চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্না চাকমা, খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা মো. আতাউর রহমান এবং ১নম্বর মেরুং ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন প্রমূখ।

সভায় বক্তারা শিশু ও নারী উন্নয়নে যোগযোগ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, যৌতুক প্রথা, বাল্য বিবাহ প্রতিরোধ এবং স্যানিটেশন, পরিবেশ ও জন্মনিবন্ধন মাদক, জঙ্গিবাদ প্রতিরোধের উপর আলোচনা করেন।



মন্তব্য চালু নেই