দুই-একদিনের মধ্যে সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাবাসে থাকা জামায়াতে ইসলামী নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিপক্ষে আগামী দুই একদিনের মধ্যেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ করবে রাষ্ট্রপক্ষ।

আজ সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল জানান, রিভিউ নিয়ে কাজ চলছে। আশা করি আগামীকাল করতে পারবো। না করতে পারলে পরদিন করবো।

তবে সাঈদীর পক্ষে তার আইনজীবীরা রিভিউ করবেন কি-না এ ব্যাপারে এখনও জানা যায়নি। তবে রায়ের পক্ষে-বিপক্ষে রিভিউ করার জন্য সময় আছে মাত্র তিনদিন। এই সপ্তাহের মধ্যেই তা করতে হবে।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর এ রায় প্রকাশিত হয়। আপিল বিভাগের নির্দেশনা অনুসারে রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ করার বাধ্যবাধকতা রয়েছে।



মন্তব্য চালু নেই