দুই ফ্রন্ট ক্যামেরার ফোন বাজারে

এক ঢিলে দুই পাখি। এই কথা মাথায় রেখেই দুই ফ্রন্ট ক্যামেরার মোবাইল ফোন বাজারের এনেছে লেনোভা। ফোনটির দাম ধরা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা। গত ২৪ নভেম্বর থেকেই শুধুমাত্র অ্যামাজনে পাওয়া যাচ্ছে ফোনটি।

৮ ও ২ মেগা পিক্সেলের দুটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে। প্রথমটি ছবি তোলে ও দ্বিতীয়টি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবিটিতে ফোকাস করে। এই বৈশিষ্ট্য আগে কেবল ব্যাক ক্যামেরাতেই দেখা যেত।

মোবাইল ফোনটির মডেলের নাম ভাইভ এস ১। মডেলটিতে রয়েছে ৫ ইঞ্চির স্ক্রিন, অ্যান্ড্রয়েড ললিপপ, অক্টাকোর প্রসেসর। ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।

১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড লাগানো যাবে ফোনটিতে। দুটি ফ্রন্ট ক্যামেরা ছাড়াও ফোনটিতে রয়েছে ১৩ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা, ডুয়েল টোন ফ্ল্যাশ।

তবে ব্যাক ক্যামেরা এখন ব্যাক-ডেটেড। এখন ফ্রন্ট ক্যামেরা আর সেলফির যুগ। তাই মোবাইল সংস্থাগুলির মধ্যেও চলছে ফ্রন্ট ক্যামেরার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার অংশ হিসেবেই নতুন মডেলের এ ফোন আনলো লেনোভো।



মন্তব্য চালু নেই