দুই বছরের মধ্যে বন্ধ হবে বাংলাদেশ ভারত সীমান্ত

বাংলাদেশের সঙ্গে ভারতের আসামের সীমান্ত আগামী দুই বছরের মধ্যে বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন আসামের হবু মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল। বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতেই এ পদক্ষেপ নেয়া হবে জানিয়েছেন তিনি। শনিবার পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

চলতি বছরের মধ্যে আসাম সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শেষ হবে উল্লেখ করেন বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দুই বছরের মধ্যে সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার সময় বেঁধে দিয়েছেন। আমরা ওই সময়ের মধ্যে সীমান্ত স্থায়ীভাবে বন্ধের কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, নদী-সীমান্তও এর বাইরে থাকবে না। আশির দশকে ‘বিদেশীদের’ অনুপ্রবেশ ঠেকাতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের নেতা ছিলেন সর্বানন্দ।

উল্লেখ্য, জানুয়ারিতে রাজনাথ সিং আসামের করিমগঞ্জ জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত পরিদর্শনে গিয়েছিলেন। সে সময়ই সীমান্ত বন্ধে দ্রুত এবং বাস্তব পদক্ষেপ গ্রহণে বিজেপির শীর্ষস্থানীয়দের তাগাদা দেন রাজনাথ।



মন্তব্য চালু নেই