দুই বিশ্ববিদ্যালয়ের নতুন সম্পর্ক

সাফাত জামিল শুভ, চবি প্রতিনিধি : বাংলাদেশে উচ্চশিক্ষার বৃহত্তম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সিন্ডিকেট সদস্য’ হিসেবে মনোনীত হয়েছেন খ্যাতিমান শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক। এর মধ্য দিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নতুন সেতুবন্ধন স্থাপিত হলো।

মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২৫ -১ডি ও ২৫-৩ ধারা অনুযায়ী) আগামী ২ বছরের জন্য তাঁকে এ মনোয়ন দেন।

এছাড়াও সিন্ডিকেট সদস্য হিসেবে মনোয়ন পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমেদ এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. দেবাশিস পালিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক উচ্চশিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বরেণ্য এ শিক্ষাবিদগণ নিজেদের অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।



মন্তব্য চালু নেই