দুই মাথাওয়ালা হাঙর

দুই মাথাওয়ালা সাপ বা টিকটিকির কথা প্রায় শোনা যায়। কিন্তু দুই মাথাওয়ালা হাঙরের কথা শোনা যায় কি? অবাক হওয়ার মতো ঘটনা হলেও সত্যি, দুই মাথার হাঙর পাওয়া গেছে সাগরের তলদেশে। আজব এই হাঙরের দেখা পান যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। সাথে বিজ্ঞানীর ছবিটা ছড়িয়ে দেনে অনলেইনের মুক্ত জগতে।

অদ্ভুত এই হাঙরকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও বন্য প্রাণি বিভাগের একদল গবেষক। সেই দলের অন্যতম গবেষক মাইকেল ওয়াগনার বলেন, তারা এমন এক বিরল হাঙরের সন্ধান পেয়েছেন, যার মাথা দুটি কিন্তু শরীর একটি।

তিনি বলেন, ‘প্রকৃতিতে দুই মাথাওয়ালা সাপ বা টিকটিকি দেখা যেতে পারে। কারণ, ডিমের মধ্যে থাকার সময় কখনো কখনো এগুলো পরস্পর লেগে যায়।’

এই হাঙরটির দুটি মাথা, দুটি হৃৎপিণ্ড, দুটি পাকস্থলী রয়েছে। তবে লেজ একটি।

অবশ্য হাঙরটির সন্ধান প্রথম ওই গবেষক দল পায়নি। মেক্সিকো উপসাগরে একজন জেলে প্রাপ্তবয়স্ক একটি হাঙর ধরেন। পরে এর গর্ভাশয় কেটে ওই দুই মাথাওয়ালা বাচ্চা হাঙরটি পাওয়া যায়।



মন্তব্য চালু নেই