দুই মাস বাড়লো আয়কর রিটার্ন দাখিলের সময়

প্রতিবারের মতো এবারো আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিনে সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করার ঘোষণা দেয়া হয়েছে।

হজ ও ঈদসহ বিভিন্ন কারণে অফিসসহ নানা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলামেইলকে নিশ্চিত করেছেন এনবিআরের গণসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন।

অবশ্য ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়তে পারে বলে আগেই খবর ছিল গণমাধ্যমে। প্রতি বছরের মতো এবারও রিটার্ন দাখিলের সময় বাড়াতে অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানকে এফবিসিসিআই চিঠি দিয়েছিল বলে সূত্রে জানা গেছে।



মন্তব্য চালু নেই