দুই যমজের শিশুর জন্ম হলো ভিন্ন বছরে

যমজ সন্তানরা সাধরণত একই সঙ্গে জন্ম নেয় এমনটিই শোনা যায় আর এটাই স্বাভাবিক। কিন্তু একই মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া দুই যমজ ভাইবোনের জন্মসাল ভিন্ন এরকম ঘটনা বিরল। আর এমনি এক ঘটনার সন্ধান পাওয়া গেল ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোর স্থানীয় ম্যারিবেল ভ্যালেন্সিয়া হাসপাতালে।

এই হাসপাতালে বছরের শেষ দিনটিতে জন্ম নিল দুই যমজ ভাইবোন। একজন যখন ভূমিষ্ঠ হয় তখন ঘড়ির কাঁটা ১২টার কিছু আগে আর অপরজন ১২ টা বাজার দুই মিনিট পরে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় দুই মিনিট ব্যবধানে দুই বোনের জন্ম হওয়ায় সাল ভিন্ন হয়েছে। একজনের জন্মসাল ২০১৫ এবং আর অপরজনের জন্মসাল ২০১৬। জন্মের কিছুক্ষণ পরেই তাদের নামকরণ করা হয়। বোনের নাম দেয়া হয় জেলিনস আর ভাইয়ের নাম লুইস।

তাদের দুইবছরে জন্ম নেয়ার ঘটনায় স্থানীয় সংবাদমাধ্যমে বেশ হৈচৈ পরে যায়। এদিকে গণমাধ্যমকে দেয়া তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় লুইসের বাবা বলেন ‘আমরা সত্যিই আনন্দিত বার বার ঘড়ির দিকেই তাকাচ্ছিলাম। কারণ আমরা দেখতে চাইছিলাম আমরাই প্রথম যে এই ঘটনার সৃষ্টি করেছি। শেষখবর পাওয়া পর্যন্ত জানা যায়, মা ও সন্তান দুজনই বেশ ভালো আছে।



মন্তব্য চালু নেই