দুধ খেয়েছে সেই শিশুটি

কুকুরের মুখ থেকে উদ্ধার নবজাতক শিশুটিকে দুধ খাওয়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাকে নল দিয়ে ১ মিলি পরিমাণ দুধ তাকে খাওয়ানো হয়েছে। এতে তার শারীরিক কোনো সমস্যা না দেখা দেওয়ায় চার ঘণ্টা পর পর সমপরিমাণ দুধ খাওয়ানো হবে।

ডিএমসির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন শিশুটির জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৯ সদস্যের চিকিৎসা বোর্ড গঠন করেছে। এর প্রধান ও হাসপাতালের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আবিদ হোসেন মোল্লা বৃহস্পতিবার দুপুরে শিশুটির শারীরিক অবস্থা নিয়ে এ সব তথ্য জানান। তিনি জানান, বাচ্চার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে নতুন করে তার জন্ডিসের সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া মুখ ও হাতের ক্ষতে সংক্রমণের ঝুঁকি এখনও আছে।

তিনি জানান, ৯ সদস্যের বোর্ডের পরামর্শ অনুযায়ী শিশুটির চিকিৎসা চলছে।

গত মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকায় জঙ্গলে কুকুরের মুখ থেকে উদ্ধার করে নবজাতকটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মুখ ও হাতের দুটি আংগুল কুকুর কামড়ে খেয়ে ফেলে।



মন্তব্য চালু নেই