দুর্গাপুরে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারী উন্নয়ন সংস্থা পিআরডিএস ও ব্র্যাক এর উদ্যোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে সকাল ১১টায় এক বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে ‘‘চিরতরে ম্যালেরিয়া হোক অবসান’’ এই প্রতিপাদ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ আনোয়ারুল আমিন আকন্দ এর সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট (ব্র্যাক) মোঃ শহীদুল্লাহ ভুইয়া, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ বাবুল চন্দ্র সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আলী আসগর, পিআরডিএস উপজেলা ব্যাবস্থাপক মোঃ কামরুজ্জামান, এএইচআই মোঃ আশরাফুল আলম প্রমুখ।

বক্তারা দুর্গাপুর উপজেলায় ২০১৪ সালে ৭৮জন, ২০১৫ সালে ২৫জন, ২০১৬ সালে ২২জন, ২০১৭ এপ্রিল পর্যন্ত ০১জন ম্যালেরিয়া রুগী পাওয়া গেছে বলে জানান এবং এর ৯০% ই আবির্ভাব হয় পার্শ্ববর্তী মেঘালয় রাজ্য থেকে। কাজেই এই কঠিন রোগের লক্ষন দেখা মাত্রই দ্রুত চিকিৎসার ব্যাবস্থা নিতে আহবান জানান।



মন্তব্য চালু নেই