দুর্গাপুরে রাজশাহী বিশ্ববিদ্যাল‘র ফোকলোর বিভাগের মতবিনিময়

নেত্রকোনা জেলার দুর্গাপুর প্রেসক্লাব হলরুমে রাজশাহী বিশ্ববিদ্যাল‘র ফোকলোর বিভাগের সাথে বারসিক এর নির্বাচিত সাংস্কৃতিক দলের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

সাংবাদিক এন.সি সরকার এর সভাপতিত্বে আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহন করেন, রাজশাহী বিশ্ববিদ্যাল‘র ফোকলোর বিভাগের প্রধান সুস্মিতা চত্রবর্তী, ড. রওশন জাহিদ, বারসিক জেলা সমন্বয়কারী জনাব ইছাক উদ্দিন, মিডিয়া এন্ড ক্যাম্পেইন অফিসার তোবারক হোসেন খোকন, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, আদিবাসী শিল্পী মি. সুজিত দ্রং সহ মাঠ পর্যায়ে কাজ বরতে আসা বিশ্ববিদ্যালয়ের ৩৬জন শিক্ষার্থী। আলোচনায় ইউরোপিয়ন ইউনিয়ন এর অর্থায়নে, হেল্পএইজ ইন্টারন্যাশনাল এর সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা বারসিক প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ে নেত্রকোনা জেলায় ৩টি উপজেলার ৬টি ইউনিয়নে ২৪টি সাংস্কৃতিক দলের সাংস্কৃতিক আঙ্গিক নিয়ে বিশদ আলোচনা করেন জনাব ইছাক উদ্দিন।

পরবর্তিতে সাংস্কৃতিক দলের সদস্যদের বিভিন্ন সাংস্কৃতিক আঙ্গিক নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগন আলোচনায় অংশ নেন।



মন্তব্য চালু নেই