দুর্গাপুরে সড়ক মহাসড়ক অবরোধ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে বিরিশিরি ড্রেজার শ্রমিক সমিতির আয়োজনে বুধবার দুর্গাপুর-শ্যামগঞ্জ রাস্তার বিরিশিরিতে ‘‘ভাত চাই – কাজ চাই’’ এ দাবীতে সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করা হয়।

দুর্গাপুর সোমেশ্বরী নদীতে উত্তোলনকৃত বালু পরিবহনে বাঁধাপ্রাপ্ত হওয়ায় শত শত শ্রমিক সড়ক অবরোধে করে রাখে। ঘটনাস্থলে গিয়ে জানাযায়, বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশের্^ সড়ক ও জনপথের রাস্তা থাকায় স্কুল কর্তৃপক্ষ বনাম সওজ এর মধ্যে জায়গার সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলছিল। একপর্যায়ে স্কুল কর্তৃপক্ষ সওজের সংযোগ স্থলে সীমানা প্রাচীর তোলার ফলে ঐ রাস্তায় ড্রেজার শ্রমিক বালু পরিবহন করতে না পাড়ায় মানবেতর জীবন যাপন করছে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় শ্রমিকরা বন্ধ রাস্তা খুলে দেওয়ার দাবীতে এই অবরোধ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যেহেতু বিষয়টি আদালতে মামলা রয়েছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্কুল কর্তৃপক্ষ ও সওজের সাথে কথা বলে যতদ্রুত সম্ভব যান চলাচলের জন্য প্রাচীর খুলে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।



মন্তব্য চালু নেই