দুর্গাপুরে ৫০তম আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন আয়োজনে, বেসরকারী সংস্থা ব্র্যাক, ডিএসকে, পপি সিডস ও ওয়াইএসসিএ এর সহযোগিতায় ৫০তম আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার।

এ উপলক্ষে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে এক বর্নাঢ্য র‌্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘অতিতকে জানবো, আগামীকে গড়বো’’ এ প্রতিপাদ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ এর সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোকলেছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভার) রুবেল মন্ডল, একাডেমীক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি পঙ্কজ মারাক প্রমুখ। বক্তারা বলেন, একটি জাতিকে অগ্রসর করতে শিক্ষার কোন বিকল্প নাই। বর্তমান সরকার শিক্ষার উপর সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন। প্রতিটি বিদ্যালয়ে পুথিগত শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষায় নিজেদের গড়ে তুলতে শিক্ষদের আহবান জানানো হয়।



মন্তব্য চালু নেই