দুর্গাপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর প্রেসক্লাব আয়োজিত ময়মনসিংহে দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার।

প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ মোহন মিয়ার সভাপতিত্বে সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস অফিসে সন্ত্রাসী হামলার ঘটনার বিবরণ জানিয়ে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অফিসে অবস্থানরত দৈনিক ব্রক্ষপুত্র এক্সপ্রেসের সম্পাদক, দৈনিক যায়যায়দিন পত্রিকা ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মোঃ মূসা এবং দেশ টিভির প্রতিনিধি ইলিয়াস আহমেদকে বেধড়ক পিটিয়ে আহত করে। এসময় অন্যান্য সাংবাদিকরাও আতংকিত হয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি সাংবাদিক সাহাদাত হোসেন কাজল, এস.এম রফিকুল ইসলাম, নিতাই সাহা, ধ্রুব সরকার, এনসি সরকার, জামাল তালুকদার, সুমল রায়, সাইদুল ইসলাম, আফম সফিউল্লাহ, কামরুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে ময়মনসিংহে দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস অফিসে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।



মন্তব্য চালু নেই