‘দুর্নীতির কারণে দুদক প্রাতিষ্ঠানিক টিম বিলুপ্ত’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাতিষ্ঠানিক টিমগুলো দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার কারণেই বিলুপ্ত করা হয়েছে বলে মন্তব্য করেছে সংস্থাটির কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু।

বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজউকের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত গণশুনানির বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘সাধারণ মানুষের ধারণা রয়েছে, রাজউকে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হতে হয়। এটা অনেকটাই সত্যি। রাজউক, সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি দূর করতে প্রাতিষ্ঠানিক টিম গঠন করে দুদক। কিন্তু দেখা যায়, অনেক ক্ষেত্রে দুর্নীতি দূর করার পরিবর্তে টিমগুলো দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তাই আমরা টিমগুলো বিলুপ্ত করি। প্রাতিষ্ঠানিক টিমগুলো বিলুপ্ত করার পর গণশুনানি করার সিদ্ধান্ত নেই। মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে ও মানুষ যাতে সেবা পেতে পারে সে জন্যই গণশুনানি করছে দুদক।’

গণশুনানিতে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান, কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, দুদক সচিব, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই