দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর সহযোগীতায় রবিবার সকাল সাড়ে ১০ টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পওে শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশ্রাফুল হক, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, আশার আলোর কর্মকর্তা সতিকা সরকার, সাংবাদিক ফারুক হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা কন্যা শিশু দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে সবাইকে শিশুদের অধিকার রক্ষায় কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় পারুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিন্নুরকে পুরষ্কৃত করা হয়।



মন্তব্য চালু নেই