দেবহাটায় ভিজিডি মহিলাসহ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে গাছের চারা বিতরন

দেবহটা উপজেলার মুক্তিযোদ্ধা, ৫টি ইউনিয়নের ভিজিডি মহিলা ও উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারী ও ছাত্র-ছাত্রীদেরদের মধ্যে আম গাছের চারা বিতরন সোমবার সকাল ১০ টায় পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে। সরকারের গাছ রোপনের কর্মসূচীর আওতায় উপজেলার ৫টি ইউনিয়নের পসভঃ ১৬৯০ জন ভিজিডি মহিলাদের মাঝে বিভিন্ন রকমর আমের চারা বিতরন করা হয়েছে। তার মধ্যে কুলিয়া ইউনিয়নে ৫০০ জন, পারুলিয়া ইউনিয়নের ৫২২ জন, সখিপুর ইউনিয়নের ১৪৮ জন, নওযাপাড়া ইউনিয়নে ৫০০ জন।

আর দেবহাটা সদর ইউনিয়নে গত ৮ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসক দেবহাটায় ইন্টারনেট মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গাছের চারা বিতরন করেছিলেন। সোমবার উক্ত গাছের চারার বিতরনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নাহার সাংবাদিকদেরকে জানান, সরকারের বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ শ্যামলা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে এই বৃক্ষ রোপন করা হচ্ছে। তিনি বলেন, উপজেলার সকল ভিজিডি মহিলাদেরকে উক্ত চারা বিতরন করা হবে। বিতরনকৃত আমের চারার মধ্যে আছে হিমসাগর, গোবিন্দভোগ, ল্যাংড়া ও আপালী।



মন্তব্য চালু নেই